
মীর ফারুক হোসেন যশোর প্রতিনিধিঃ যশোর বেনাপোল পোর্ট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ১৪ জন পলাতক আসামিকে গ্রেফতার করেছে। আটকৃতদের নামে বিভিন্ন মামলা রয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা থেকে গভীর রাত পযর্ন্ত এই অভিযান পরিচালনা করেন বেনাপোল পোর্ট থানার বিভিন্ন অফিসাররা।
অভিযানে গ্রেফতারকৃতরা হলোঃ ১। বেনাপোল ভবেরবেড় মধ্যপাড়া গ্রামের ওয়াহেদ আলীর ছেলে রহমত আলী (২৪), ২। ভবেরবেড় গ্রামের মুজিবার হাওলাদারের ছেলে মেহেদী হাসান (২৭) ৩। বেনাপোল গয়ড়া উত্তরপাড়া গ্রামের আমিনুর রহমানের ছেলে সাইফুল ইসলাম, ৪। গয়ড়া উত্তরপাড়া গ্রামের মৃত ফকির আহমেদের ছেলে আমিনুর রহমান, ৫। গয়ড়া উত্তরপাড়া গ্রামের আমিনুর রহমানের ছেলে তুহিন ইসলাম, ৬। গয়ড়া উত্তরপাড়া গ্রামের আমিনুর রহমানের ছেলে ইমরান, ৭। বেনাপোল বালুন্ডা দক্ষিণপাড়া এলাকার বারেক সরদারের ছেলে রফিকুল সরদার(৪৫), ৮। বেনাপোল শিকড়ীবিশ্বাস পাড়া এলাকার মৃত শাহাদাত বিশ্বাসের ছেলে আতিয়ার রহমান (আতি), ৯। বেনাপোল বালুন্ডা গ্রামের হারুন অর রশিদের ছেলে সোহেল রানা, ১০। বেনাপোল বালুন্ডা গ্রামের সাফেদ আউলিয়ার ছেলে হাবিবুর রহমান, ১১। বেনাপোল বালুন্ডা মুনসুর আউলিয়ার ছেলে আমিন আউলিয়া (৩৪), ১২। বেনাপোল ভবেরবেড় মোহাম্মদ আলী ডাক্তারের বাড়ির ভাড়াটিয়া আতিয়ার রহমানের ছেলে তাজউদ্দিন আহম্মেদ শরিফ, ১৩। বেনাপোল নারানপুর দক্ষিণপাড়া এলাকার আব্দুল লতিফের ছেলে মোরশেদ আলী ও ১৪। বেনাপোল গয়ড়া বাওড়কান্দা এলাকার মৃত রায়হান আলীর ছেলে সাদেকুল ইসলাম।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ বিএম কামাল হোসেন ভূইয়া জানান আদালতের তামিল করা আসামিদের গ্রেফতার করতে মঙ্গলবার গভীর রাত পর্যন্ত বেনাপোল পোর্ট থানাধীন এলাকায় কয়েক দফায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলা পলাতক ১৪ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।অন্য পলাতক আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃতদের বুধবার দুপুরে যশোর আদালতে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানা যায়।