1. admin@dailydigantor.com : admin :
মুগদায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু - দৈনিক দিগন্তর
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৩:০১ অপরাহ্ন
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৩:০১ অপরাহ্ন

মুগদায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

দৈনিক দিগন্তর ডেস্ক
  • আপডেট সময় : বুধবার, ৩ আগস্ট, ২০২২

 

রাজধানীর মুগদায় উত্তর ঝিলপার বড় মসজিদ এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় নিচে পড়ে মো. ইকবাল হোসেন (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

 

বুধবার (৩ অগাস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পৌনে ৬টার দিকে তার মৃত্যু হয়।

নিহত ইকবালের সহকর্মী শফিউল ইসলাম বলেন, বিকেলে আমরা ছয়জন মুগদার উত্তর ঝিলপার বড় মসজিদ এলাকার মুজিবুর রহমানের সাততলা নির্মাণাধীন ভবনের ছয়তলায় বাইরের দিকে মাঁচান বেঁধে কাজ করছিলাম। এক পর্যায়ে নিচে পড়ে যায় ইকবাল।

তিনি বলেন, ইকবালের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়। তার বাবার নাম সিরাজুল ইসলাম। ঢাকায় তিনি ওই ভবনেই থাকতেন। তারা দুই ছেলেমেয়ে।

 

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর