রাজধানীর ফকিরাপুল কাঁচাবাজার এলাকায় অতিরিক্ত মাদকসেবনে মো. শাহজাহান (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (৩ আগস্ট) দুপুর দেড়টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সন্ধ্যা ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সফিউল ইসলাম বলেন, ফকিরাপুল কাঁচাবাজার এলাকায় এক ব্যক্তিকে অসুস্থ অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, স্থানীয়দের কাছে জানা যায় ওই ব্যক্তি মাদকসেবী ছিলেন। ভবঘুরে হিসেবে থাকতেন। আজ অতিরিক্ত মাদকসেবনে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তির পূর্ণ ঠিকানা এখনো জানা যায়নি। মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।