ডেস্ক রিপোর্ট।।দেশি বিদেশী যত ইন্স্যুরেন্স কোম্পানি থাকুক না কেন মানুষ ইন্স্যুরেন্সের সকল সুবিধা পাচ্ছে শুধুমাত্র গার্ডিয়ান লাইফে।।
বিশ্বের সর্ববৃহৎ প্রতিষ্ঠান ব্র্যাক, স্কয়ার এবং এপেক্স এর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত এবং পরিচালিত বাংলাদেশের সর্বাধুনিক জীবন বীমা প্রতিষ্ঠান “গার্ডিয়ান লাইফ”।
দেশের প্রতিটি মানুষের অর্থনৈতিক নিরাপত্তা সহ স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে গার্ডিয়ান লাইফ সব সময় সবার আগে প্রস্তুত:
➡️প্রতিটি পলিসি সর্বনিম্ন ৫ বছর মেয়াদে করা যায়
➡️গ্রাহকের টাকা জমা দিবে ব্যাংকে নিবে ব্যাংকের মাধ্যমে। আমাদের অফিসে কোন ক্যাশ অফিসার নাই এমন কি কোন এজেন্ট আপনার টাকা নেবে না।
➡️ব্যাংক থেকেই আপনাকে জমা রিসিপ্ট দিবে।
➡️এছাড়াও মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ,নগদ, রকেটের মাধ্যমে গ্রাহক টাকা জমা দিতে পারবেন।
➡️মেয়াদ যেদিন শেষ হবে ঐ দিনই গ্রাহকের মোট জমাকৃত টাকা লভ্যাংশ সহ তার ব্যাংক একাউন্টে জমা হয়ে যাবে। ১ দিনও দেরি হবে না।
➡️যে কোন পরিমাণ ডিপোজিটের সাথে স্বাস্থ্য বীমা পাবেন। সারা বাংলাদেশে সর্বমোট ৩৪৫ টি হাসপাতালে আমাদের সম্মানিত গ্রাহক’গন পলিসি করার পর অসুস্থতাজনিত কারনে হাসপাতালে ভর্তি হলে তার হাসপাতালের যাবতীয় খরচ যেমন (ডাক্তার ভিজিট+বেড ভাড়া+সকল পরিক্ষা নিরীক্ষা+ মেডিসিন+অপারেশন সহ) আমাদের কোম্পানি বহন করবে।
➡️১ টাকাও ট্যাক্স, ভ্যাট কর্তন করা হবে না। বীমার সম্পূর্ণ টাকা আয়কর মুক্ত।
➡️সকল ডাক্তারি পরীক্ষার উপর ৪০% ডিসকাউন্ট
➡️প্রত্যেক গ্রাহক ইন্স্যুরেন্স কার্ড এবং হেলথ কার্ড পাবেন। ইন্স্যুরেন্স কার্ডের মাধ্যমে বীমার টাকা জমা দিতে পারবেন এবং লোন নিতে পারবেন। হেলথ কার্ডের মাধ্যমে যাবতীয় স্বাস্থ্য সেবা নিতে পারবেন।
➡️প্রতিমাসে সরাসরি গ্রাহকের সাথে হেড অফিস থেকে যোগাযোগ করা হয়।
➡️বীমার টাকা পাওয়ার জন্য গ্রাহককে কখনো কোন অফিসার বা কোম্পানির অফিসে আসতে হবে না।
➡️বীমা যখন করবেন তখন আমাদের ফরমে গ্রাহকের ব্যাংক হিসাবসহ সকল তথ্য দিতে হবে। আপনি ফরমে যে একাউন্ট নাম্বার দিবেন মেয়াদ শেষে ঐ দিনই আপনার সেই একাউন্টে টাকা চলে আসবে।
➡️গ্রাহকের জমা টাকা এবং লভ্যাংশ দুইটাই আমাদের এপসে দেখতে পারবেন। বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করুন আমাদের প্রতিনিধির সাথে।
(পাশাপাশি যোগ্য, সৎ, মেধাবী ও শিক্ষিত কিছু স্মার্ট পারসোন নিয়োগের জন্য যোগাযোগ করতে পারেন)
Branch Manager 01911-25867