শহীদ বকস, রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি :
মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের অভিযানে নারী নির্যাতন মামলার আসামীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তি ১নং ফতেপুর ইউনিয়নের বেড়ীগাঁও গ্রামের মাসুক মিয়ার ছেলে শিবলু মিয়া (২২)
মঙ্গলবার (২ আগস্ট) সকালে থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় এর নির্দেশনায় এসআই সুলেমান আহমদ সঙ্গীয় ফোর্সসহ বেড়ীগাঁও গ্রামে অভিযান পরিচালনা করে শিবলু মিয়াকে গ্রেফতার করা হয়।
রাজনগর থানার এসআই সুলেমান আহমদ মুঠোফোনে জানান, শিবলু মিয়া নারী নির্যাতন মামলার পলাতক আসামী। তার বিরুদ্ধে থানায় মামলা চলমান থাকায় গ্রেফতার করা হয়েছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, শিবলুকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।