বাধ্যতামূলক মানসনদ না নিয়ে অর্গানিক পণ্য বিক্রি করার অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) । সোমবার (১ আগস্ট) পৃথক দুটি অভিযানে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
এরমধ্যে প্রথম অভিযানে মিরপুরের পল্লবী এলাকায় বিএসটিআইর সনদ গ্রহণ ছাড়া হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মধু ও মুড়ি উৎপাদন, বিক্রয়, বিতরণ ও বাজারজাত করার অপরাধে সততা অর্গানিক ফুডকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় পল্লবী এলাকায় এ্যারাবিয়ান অর্গানিক ফুড, অর্গানিক ফুড শপ ও আবির ফুড নামের আরও তিন প্রতিষ্ঠানকে দ্রুত বিএসটিআইর সিএম লাইসেন্স গ্রহণ করে ব্যবসা পরিচালনার জন্য নির্দেশ দেওয়া হয়।
আরেক অভিযানে দারুস সালাম এলাকায় বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ছাড়া সরিষার তেল উৎপাদন ও বিক্রয়ের অভিযোগে সাধু অয়েল মিলকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।