
মোঃ আরিফ শিকদার কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে এমাদুল (২২) নামের এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
আজ সোমবার সকালে মহিপুুর ইউনিয়নের সেরাজপুর গ্রামে এই ঘটনা ঘটে। জানাগেছে নিহত ঐ যুবক তাদের আমন ধানের বীজ ক্ষেতে বৈদ্যুতিক মটোর দিয়ে সেচ দেয়ার সময়ে অসতর্কতা বশত বিদ্যুতশকে গুরুতর আহত হয়।পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে কুয়াকাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত যুবক ঐ গ্রামের মৃত সেকান্দার হাওলাদারের ৭ম সন্তান।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার মোঃআবুল খায়ের জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত প্রকৃয়া চলমান বলে তিনি জানান।