
মীর ফারুক হোসেন যশোর জেলা প্রতিনিধিঃ কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ন সাধারণ সম্পাদক যশোরের বাঘারপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ১১টায় বাঘারপাড়া থানার এসআই আওয়ালের নেতৃত্বে একটি টিম যশোর ছাতিয়ানতলা মোড় থেকে তাকে গ্রেপ্তার করে।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, টিএস আইয়ুবের বিরুদ্ধে ৫টি মামলায় ওয়ারেন্ট রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন।রাতে খবর আসে যশোর থেকে তিনি নড়াইল যাচ্ছেন। তাৎক্ষণিক পুলিশ অভিযানে ছাতিয়ানতলা মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
যশোর জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু অভিযোগ করে বলেন(শনিবার) ৩০ জুলাই বাঘারপাড়া পৌর বিএনপির কাউন্সিল।ষড়যন্ত্র করে তাকে আটক করে কাউন্সিল বন্ধ করা হলো মুল লক্ষ্য।
কিন্তু এ অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন ওসি ফিরোজ উদ্দিন। আটক টিএস আইয়ুবকে শনিবার সকালে যশোর কোর্টে প্রেরণ করা হয়েছে।