আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের আক্কেলপুরে বজ্রপাতে আনোয়ার হোসেন (৩৫)নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
আজ শনিবার (৩০জুলাই) আনুমানিক দুপুর ১টার সময় আনোয়ার হোসেন, তার কৃষি জমিতে আইল কাটছিলেন, হঠাৎ বজ্রপাতে হলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।
আনোয়ার হোসেন, আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের, ইসমাইলপুর নয়াপাড়া গ্রামের মৃত আঃগফুরের ছেলে।
আনোয়ার হোসেনের (১২) বছরের একটি ছেলে সন্তান ও একটি (১০) বছরের কন্যা সন্তান রয়েছে। তার অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।