1. admin@dailydigantor.com : admin :
আক্কেলপুরে মৎস্য সপ্তাহ মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান - দৈনিক দিগন্তর
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ১০:০৩ অপরাহ্ন
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ১০:০৩ অপরাহ্ন

আক্কেলপুরে মৎস্য সপ্তাহ মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান

দৈনিক দিগন্তর ডেস্ক
  • আপডেট সময় : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২

 

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি: সারাদেশের ন্যায় জয়পুরহাটের আক্কেলপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ পালিত হয়েছে।শুক্রবার (২৯ জুলাই) বেলা ১১ টায় উপজেলা মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির বাস্তবায়নে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম হাবিবুল হাসান এর সভাপতিত্বে জাতীয় মৎস্য সপ্তাহের শেষদিনে মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রম সমাপ্ত হয়।

মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা রতন চন্দ্র সাহা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ সোহেল রানা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মীর আতিকুজ্জামান মুন, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোশফিকুর রহমান, ক্ষেত সহকারী (এনএটিপি-২) হারুন অর রশিদ, অফিস সহকারী মাহমুদল হাসান, মৎস্যচাষী, খামারি উদ্যোক্তা, বিভিন্ন ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এ বছর জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ʼনিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশʼ। নিরাপদ মাছ উৎপাদন বৃদ্ধিতে দেশের জনগণকে আরো সচেতন ও সম্পৃক্ত করার নিয়ে দেশব্যাপী এবারের মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে।

সপ্তাহব্যাপী এ কর্মসূচির মধ্যে ছিলো উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, সফল মৎস্যচাষী, খামারি উদ্যোক্তা ও সংশ্লিষ্টদের নিয়ে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। এরপর দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভায় সফল মৎস্য চাষী ও অতিথিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা পর্যায়ে মুক্ত জলাশয় ও পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চায়না দুয়ারি জাল’সহ ক্ষতিকর নিষিদ্ধ অন্যান্য জাল ও সরঞ্জাম জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। আক্কেলপুর উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর কর্তৃক ৭ দিন ব্যাপী কর্মসূচী বাস্তবায়নে মৎস্য সম্পদকে সমৃদ্ধ করতে নিরাপদ মৎস্য চাষে সকলকে উদ্বুদ্ধ করা হয়।

উল্লেখ্য গতকাল সন্ধ্যা ৬ টা হতে রাত্রী ১০ টা পর্যন্ত উপজেলা মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির বিশেষ অভিযান চালিয়ে তুলশীগঙ্গা নদী থেকে ১৪ টি চায়না দুয়ারি জাল, কারেন্ট জাল ও সুতি জাল উদ্ধার করা হয়েছে। অনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা। উদ্ধার কৃত চায়না দুয়ারি জালগুলো উপজেলা পরিষদ চত্বরে ক্ষতিকর নিষিদ্ধ জাল হিসেবে জনসাধারণকে দেখানোর জন্য ডিসপ্লে করে রাখা হয়। পরবর্তীতে জাল গুলো পুড়িয়ে ফেলা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর