1. admin@dailydigantor.com : admin :
সুবাহর মামলায় খালাস পেলেন ইলিয়াস - দৈনিক দিগন্তর
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ১০:২৮ অপরাহ্ন
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ১০:২৮ অপরাহ্ন

সুবাহর মামলায় খালাস পেলেন ইলিয়াস

দৈনিক দিগন্তর ডেস্ক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২

 

যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে অভিনেত্রী শাহ হুমায়রা হোসেন সুবাহর করা মামলায় বেকসুর খালাস পেয়েছেন গায়ক ইলিয়াস হোসাইন।

বুধবার (২৭ জুলাই) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক আবেরা সুলতানা খানম এ মামলা থেকে আসামি ইলিয়াসকে খালাস দেন। এ সময় গায়ক ইলিয়াস আদালতে উপস্থিত ছিলেন।

রায় ঘোষণার পর ইলিয়াস বলেন- সুবাহ আমার বিরুদ্ধে যে মামলা করেছেন তা থেকে আদালত খালাস দিয়েছেন। আমি আদালতের প্রতি কৃতজ্ঞ। এ রায়ে আমি সন্তুষ্ট।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি লিয়াকত আলী বলেন, ইলিয়াস ও সুবাহর মধ্যে পারিবারিকভাবে আপস হয়েছে। আদালত আপস-মীমাংসার শর্তে ইলিয়াস হোসাইনকে খালাস দিয়েছেন।

এর আগে গত ২৫ জুলাই ইলিয়াস ও সুবাহর উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত এ মামলার রায়ের জন্য ২৭ জুলাই দিন ধার্য করেন।

গত ২৪ জুলাই বিচারক আবেরা সুলতানা খানমের আদালতে সুবাহ বলেন, আমাদের দুজনের মধ্যে ডিভোর্স হয়ে গেছে। আমি আর এ মামলা চালাতে চাই না। আমি মামলা প্রত্যাহার করতে চাই। এরপর বিচারক আসামি ও বাদীর উপস্থিতির জন্য সোমবার (২৫ জুলাই) দিন ধার্য করেন।

চলতি বছরের ৩ জানুয়ারি যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে বনানী থানায় মামলাটি করেন সুবাহ। চলতি বছরের মার্চ মাসে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের নারী সহায়তা ও তদন্ত বিভাগের উপপরিদর্শক মাসুমা আফ্রাদ ইলিয়াসকে একমাত্র আসামি করে অভিযোগ পত্র দাখিল করেন। মামলায় সাক্ষী করা হয়েছে ১১ জনকে। এর পর গত ১৯ মে আদালত অভিযোগ পত্র গ্রহণ করেন। গত ১৯ জুন আদালত আসামি ইলিয়াসের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

অভিনেত্রী সুবাহ বলেন, যে সংসার করবে না, তার সঙ্গে জোর করে সংসার করা যায় না। আমাদের পারিবারিকভাবে আপস-মীমাংসা হয়েছে। এখন ইলিয়াসের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। সে তার জীবনে ভালো থাকুক। আমি আমার জীবন নিয়ে ভালো থাকতে চাই।

গায়ক ইলিয়াস বলেন, সুবাহ আমার কাছে ২০ লাখ টাকা দাবি করেছিল। এ বিষয়ে আমাদের মধ্যে পারিবারিকভাবে মীমাংসা হয়ে গেছে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর