নান্দাইল প্রতিনিধি: ময়মনসিংহের-নান্দাইল উপজেলায় পৌর সদরের চারাআনি পাড়া গ্ৰামে প্রবাসীর স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
জানা যায় (২২জুলাই) শুক্রবার বিকালে রাজিয়া আক্তার (২৪) নামের এক গৃহবধু নিজ ঘরের আড়ায় গলায় ওড়না পেঁচিয়ে ফাঁক দিয়ে আত্মহত্যা করে।
নিহত রাজিয়া পৌর সদরের চারাআনি পাড়া গ্রামের বাহার উদ্দিনের পুত্র প্রবাসী আসহাদুল ইসলামের স্ত্রী আত্মহত্যা কারী রাজিয়া দুই সন্তানের জননী বলে জানা যায়।
এ বিষয়ে জানতে চাইলে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ বলেন,ফাঁস থেকে নামিয়ে থানায় নিয়ে আসা হয়েছে পোস্টমাডামের জন্য পাঠানো হবে।