তীব্র গরমে একটু ঠান্ডা বাতাস পেতে প্রায়ই হাতিরঝিলে আসে মানুষ। তবে লোডশেডিং ও ছুটির দিন হওয়ায় সেখানে স্বাভাবিক সময়ের তুলনায় মানুষের আনাগোনা বেড়েছে। বিকেলে লোকসমাগম জমে উঠলেও সন্ধ্যার পরও এর কোনো কমতি নেই। বিশেষ করে লেকের ব্রিজগুলোতে মানুষের উপচেপড়া ভিড় চোখে পড়েছে। অনেকেই হাঁটছেন, আবার কেউ বন্ধু, পরিবার কিংবা সঙ্গীকে নিয়ে গল্পগুজব করছেন।
শুক্রবার (২২ জুলাই) সন্ধ্যায় হাতিরঝিল ঘুরে এমন চিত্র দেখা যায়।
ব্রিজের ওপর দাঁড়িয়ে থাকা মাসুদ নামে এক ব্যক্তি বলেন, থাকি রামপুরা বাজারের পাশে। কিন্তু কাজের চাপে আর হাতিরঝিলে আসা হয় না। আজকে বাসায় ছিলাম, হঠাৎ করে বিদ্যুৎ চলে গেলো। তাই হাঁটতে হাঁটতে রুমমেটকে সঙ্গে নিয়ে চলে এলাম।
ছোট দুই বাচ্চা নিয়ে হাঁটাহাঁটি করছেন কবির হোসেন। তিনি বলেন, আমার বাসা পাশেই, যেতে দুই মিনিট লাগে। বাসায় প্রচণ্ড গরম। এজন্য বাচ্চাদের নিয়ে একটু হাঁটতে বের হলাম।
বিদ্যুৎ সাশ্রয়ে স্বাভাবিক সময়ের তুলনায় হাতিরঝিলে লাইটও কম জ্বালানো হয়েছে। কোথাও কম লাইট, আবার কোথাও একেবারেই অন্ধকার দেখা যায়। এরই মধ্যে ঘোরাঘুরি করছে মানুষ।