বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে স্বামী জুয়েলের সাথে অভিমান করে গৃহবধূ মিতু (২৮) গলায় ফাঁশ দিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। তবে নিহতের পরিবারের দাবী তাকে হত্যা করা হয়েছে।
জানাযায় বৃহস্পতিবার রাত আনুমানিক ১০ টায় ওই গৃহবধুর স্বামীর বসত বাড়িতে এ আত্মা হত্যার ঘটনা ঘটে। পুলিশ এসে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা মর্গে প্রেরণ করেছে।
একই বাড়ির শাহানাজ জানায়, নিহত গৃহবধুর সাথে তার স্বামীর প্রায়ই ঝগড়া হত। বৃহস্পতিবার সকালে স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। দুপুরে বিষয়টি নিয়ে ওই গৃহবধুর মা ও বাবা এসে মিমাংসার চেস্টা করা হলেও তারা ব্যর্থ হন। পরে তারা চলে যায়। রাতে স্বামীর সাথে অভিমান করে স্বামীর বসত ঘরে গলায় ফাঁশ দিয়ে আত্মহত্যা করে গৃহবধু মিতু।
নিহত গৃহবধু কাচিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বশিরের মেয়ে। অন্যদিকে নিহতের বাবা বশির জানান, মিতুকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। তার স্বামী জুয়েল ও শ্বাশুড়ি তাকে হত্যা করে ফাঁশির নাটক সাজিয়েছে।মেয়ে হত্যার বিচার চান তিনি।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন ফকির (বিপিএম) জানান, লাশ পোস্টমর্টেম করা হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পোস্টমর্টেম এর রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা জানা যাবে।