আরিফ শিকদার কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় ৮০০ কোটির পৃথিবী, সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি এ প্রতিপাদ্য বিষয় নিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।আজ বৃহস্পতিবার দুপুরে কলাপাড়া উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে রেলি ও এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডাঃ মোঃ মেহেদী হাসান রনি।
অনুষ্ঠান পরিচালনা করেন, কলাপাড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ইলিয়াস খান রানা।
অনুষ্ঠান শেষে কর্মীদের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।