1. admin@dailydigantor.com : admin :
জাতির স্বার্থে নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন: সিইসি - দৈনিক দিগন্তর
শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৪:১০ পূর্বাহ্ন
শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৪:১০ পূর্বাহ্ন

জাতির স্বার্থে নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন: সিইসি

দৈনিক দিগন্তর ডেস্ক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল রাজনৈতিক দলকে অংশ নিতে আহ্বান জানাচ্ছি। অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন অনিবার্যভাবে জাতির স্বার্থে প্রয়োজন। সে লক্ষ্যে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার (২১ জুলাই) নির্বাচন ভবনে আয়োজিত বাংলাদেশ জাতীয় পার্টির সঙ্গে সংলাপে বসে তিনি এমন মন্তব্য করেন।

সিইসি বলেন, নির্বাচনে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা প্রয়োজন। পক্ষ-প্রতিপক্ষের সক্রিয় অংশগ্রহণে নির্বাচনে একটি ভারসাম্য প্রতিষ্ঠা হয়ে থাকে। এতে করে সম্ভাব্য অনিয়ম, কারচুপি, দুর্নীতি, অর্থ শক্তির বৈভব ও পেশি শক্তির প্রভাব বহুলাংশে নিয়ন্ত্রিত হতে পারে। এটা আমরা আন্তরিকভাবে বিশ্বাস করি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত ১৭ জুলাই রোববার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে ইসি। এ পর্যন্ত আমন্ত্রিত ১৪টি দলের মধ্যে ১১টি দল সাংবিধানিক এই সংস্থার সঙ্গে আলোচনা করেছে। এর মধ্যে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি গতকাল বুধবার আমন্ত্রণ পেলেও তা বর্জন করেছে। এ ছাড়া রোববার প্রথম দিনে সংলাপে অংশ নেয়নি বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল। অপরদিকে মঙ্গলবার কল্যাণ পার্টিকে আমন্ত্রণ জানানো হলেও তাতে দলটি সাড়া দেয়নি।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় বাংলাদেশ তরিকত ফেডারেশনের সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দলটির অনুরোধে সেটি পিছিয়ে ২৮ জুলাই নিয়েছে ইসি। আজ অনুষ্ঠিতব্য জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর সঙ্গে সংলাপও দলটির সময় চাওয়ার অনুরোধে পরিবর্তন করা হয়েছে। আগামী ২৪ জুলাই জাসদ ইসির সঙ্গে সংলাপে বসবে।

এদিকে দিন শেষে আজ বিকেল ৪টায় আরেক রাজনৈতিক দল গণফ্রন্ট ইসির সঙ্গে আলোচনায় বসার কথা ছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর