আবুল হাসান, নিজস্ব প্রতিনিধি : বরগুনার তালতলীতে স্থানীয় এক সাংবাদিকের ক্রয়কৃত সম্পত্তি জবরদখল করতে না পারায় ঐ সাংবাদিক এবং তার পরিবারকে অবরুদ্ধ ও তার ক্রয়কৃত জমির সিমানা পিলার উপরে ফেলা সহ জমি দখলের জন্য জমিতে রোপন কৃত কলা ও কচু গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটিয়াছে একই এলাকার আ. রব ও তার ছেলে শাহিন।
এমনকি কলার চারা সহ নানা ধরনের বর্জ ফেলছে সাংবাদিকের বাড়ির পুকুরে।
স্থানীয় ওই সাংবাদিক তালতলী সাংবাদিক ঐক্যজোটের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সরেজমিন গিয়ে জানা গেছে আজ মঙ্গলবার সকাল ৯ টার দিকে উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের ঝাড়াখালী এলাকায় ইব্রাহিম সুমনের জমি দখল করে শাহিন ও আ.রব সহ বেশ কয়েক জন সন্ত্রাসী দেশীয় অস্র শস্ত্র নিয়ে জমির গাছ কাটতে থাকে। এবং সেখানে কেউ বাধা দিতে আসলে তার গর্দান কেটে নেওয়া হবে বলে হুমকি দেয়।
এমন সংবাদ পেয়ে তালতলী থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করে পুলিশ চলে যায়। এবং পরক্ষনে সন্ত্রাসী বাহিনী উক্ত বাড়ির লোক জনের চলাচলের রাস্তা আটকে দেয় এবং চতুর্দিকে বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখে।অভিযোগ উঠেছে আ.রব তার বাড়ির জন্য সীমনা প্রাচীর টানে যেখানে ইব্রাহিম সুমনেরও জমি আছে বলে জানা যায়।
সাংবাদিক ইব্রাহিম সুমন মুঠোফোনে বলেন, আমার জমি তারা জবর দখলের পায়তারা করছে। আমাদের অবরুদ্ধ করে রেখেছে। ওই জমি তাদের দখলে না দিলে আমাদের জানে মেরে ফেলবে বলে হুমকি দিচ্ছে। বর্তমানে আমি বাড়ি না থাকায় তারা আমার জমি দখল করতে চাচ্ছে। এছাড়াও ২০১৯ সালে তারা আমাদের বেশ কেয়েকটি গাছ কেটে নিয়ে যায়। যার তদন্ত চলমান।
এবিষয়ে আ.রব ও তার ছেলে শাহিনের সাথে যোগাযোগের জন্য গেলে তারা সাংবাদিকদের সাথে কথা বলতে নারাজ বলে সাফ জানিয়ে দেয়।
এদিকে তালতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, মুঠোফোনে অভিযোগ পেয়ে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। উভয় পক্ষ থানায় আসবে বলে জানিয়েছে। এছাড়াও এখন পর্যন্ত আমাদের কাছে কেউ কোন লেখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।