1. admin@dailydigantor.com : admin :
অস্ত্র হাতে ভাইরাল সেই জুয়েল কারাগারে - দৈনিক দিগন্তর
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ১০:২৭ অপরাহ্ন
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ১০:২৭ অপরাহ্ন

অস্ত্র হাতে ভাইরাল সেই জুয়েল কারাগারে

দৈনিক দিগন্তর ডেস্ক
  • আপডেট সময় : সোমবার, ১৮ জুলাই, ২০২২

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামে যুবলীগ নেতার ওপর হামলার পর আগ্নেয়াস্ত্র হাতে ছবি ভাইরাল হওয়া সেই মনিরুজ্জামান জুয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রবিবার (১৭ জুলাই) রাতে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার তাকে করা হয় বলে চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা জানিয়েছেন।

 

শুভ রঞ্জন চাকমা জানান, জুয়েলের বিরুদ্ধে আগের তিনটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ওই তিনটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার (১৮ জুলাই) দুপুরে আদালতে হাজির করা হয়।

তিনি বলেন, শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মনিরুজ্জামান জুয়েল চৌদ্দগ্রাম উপজেলার নালঘর গ্রামের প্রয়াত আলী আকবর মজুমদারের ছেলে।

 

গত বৃহস্পতিবার বিকালে চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলার শ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজালাল মজুমদারের ওপর হামলার অভিযোগ ওঠে জুয়েলের বিরুদ্ধে।

শাহজালাল মজুমদারের অভিযোগ, মনিরুজ্জামান জুয়েলের নেতৃত্বে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে তার উপর হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী।

হামলার পর জুয়েলের হাতে থাকা আগ্নেয়াস্ত্রের দুটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যকে ভাইরাল হয়েছে। ওই ঘটনায় শনিবার বিকালে চৌদ্দগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন শাহজালাল মজুমদার।

ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, আগের তিনটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকায় মনিরুজ্জামান জুয়েলকে রবিবার রাত ১০টার দিকে রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার করা হয়। আর চেয়ারম্যান শাহজালাল মজুমদারের দায়ের করা অভিযোগটি পুলিশ তদন্ত করে দেখছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর