1. admin@dailydigantor.com : admin :
যশোর অভয়নগরে স্ত্রী ও দুই সন্তানকে হত্যা, ঘাতক পিতা আটক - দৈনিক দিগন্তর
রবিবার, ০৪ জুন ২০২৩, ১০:৫৪ পূর্বাহ্ন
রবিবার, ০৪ জুন ২০২৩, ১০:৫৪ পূর্বাহ্ন

যশোর অভয়নগরে স্ত্রী ও দুই সন্তানকে হত্যা, ঘাতক পিতা আটক

দৈনিক দিগন্তর ডেস্ক
  • আপডেট সময় : শনিবার, ১৬ জুলাই, ২০২২

যশোর থেকে সাদ্দাম মির্জাঃ : নিজ স্ত্রী সহ দুই সন্তান কে হত্যার দায়ে জহিরুল ইসলাম ৩৫)নামে এক পাষান্ড পিতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।ঘটনাটি ঘটে দিবাগত শুক্রবার, যশোর অভয়নগর উপজেলার চাপাতলা গ্রামের একটি কলা বাগানে।সুত্রে জানাযায় জহিরুল ইসলাম তার স্ত্রী সন্তানসহ ঈদ উৎযাপনের জন্য শশুড়বাড়ী অভয়নগরের সিদ্দিপাশা বেড়াতে যান।ঈদ শেষে তিনি নিজ বাড়ীতে ফেরত আসেন স্ত্রী সন্তানকেে শশুড়বাড়ী রেখে।

 

শুক্রবার তাদের নিয়ে নিজ বাড়ীতে ফিরতে রওনা দেন জহিরুল,ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিন বিথি(২৯), বড় মেয়ে সুমাইয়া(৯), ছোট মেয়ে সাফিয়া(২). পথিমধ্য জহিরুল ও তার স্ত্রী সাংসারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি করতে থাকে। যাত্রা পথে তারা চাপাতলার একটি কলাবাগানের রাস্তা ধরে এবং নির্জন এলাকা দেখে জহিরুল তার স্ত্রীকে কাছে থাকা বৌ এর ওরনা দিয়ে গলায় ফাস লাগিয়ে দেয়।এ ঘটনা দেখে বড় মেয়ে বেহুশ হয়ে যায়।সাবিনার মৃত্যু নিশ্চিত করে ছোট মেয়েকে গলা টিপে হত্যা করে।শেষে বড় মেয়ে হত্যা করে।পরে জহিরুল নিজ বাড়ীতে এসে তার পিতার নিকট হত্যার ঘটনা প্রকাশ করে।পিতা মশিউর রহমান নিজ ছেলের কর্মকান্ড দেখে তাকে বাসায় আটকিয়ে রেখে পুলিশকে খবর দেন।গ্রাম সুত্রে জানা জায় জহিরুল একজন নেশাগ্রস্থ ব্যাক্তি।খবর পেয়ে বসুন্দিয়া ফাড়ির পুলিশ উপপরিদর্শক(এস আই) মোঃসাইফুল ইসলাম তার টিম নিয়ে ঘাতক জহিরুলকে আটক করে।

 

জহিরুল ইসলাম যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মোঃ মশিউর রহমানের ছেলে।পরে জহিরুলকে সাথে নিয়ে তিন জনের লাশ উদ্ধার করে পুলিশ।এবং ময়না তদন্তের জন্য লাশ হস্তান্তর করা হয় অভয়নগর থানার ওসি শামীম হাসানের নিকট।

 

এ খবর লেখা পযর্ন্ত লাশ ময়না তদন্তের জন্য লাশ যশোর সদর হাসপাতলে প্ররন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর