1. admin@dailydigantor.com : admin :
জামালপুর রেল ষ্টেশনে ট্রেনের টিকিট কালোবাজারি বন্ধে অভিযান - দৈনিক দিগন্তর
রবিবার, ০৪ জুন ২০২৩, ১০:০৫ পূর্বাহ্ন
রবিবার, ০৪ জুন ২০২৩, ১০:০৫ পূর্বাহ্ন

জামালপুর রেল ষ্টেশনে ট্রেনের টিকিট কালোবাজারি বন্ধে অভিযান

দৈনিক দিগন্তর ডেস্ক
  • আপডেট সময় : শনিবার, ১৬ জুলাই, ২০২২

 

মোঃ এনামুল হক ইসলামপুর প্রতিনিধি : আজ (১৬জুলাই) শনিবার বিকাল সাড়ে চারটায় দিজে জামালপুর রেলস্টেশনে ট্রেনের টিকেট কালোবাজারি বন্ধে অভিযান পরিচালনা করা হয়। (আরএনবি) রেলওয়ে নিরাপত্তার বাহিনী) অভিযান চলাকালে NRB ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ মাহবুবুর রহমান নামে এক কালোবাজারিকে গ্রেফতার করে আইন-শৃঙ্খলা বাহিনী।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উক্ত কালোবাজারিকে, জাতীয় ভোক্তা অধিকার ২০০৯এ আইনের ৪০ ধারা অনুযায়ী, আট হাজার টাকা জরিমানা করেন জামালপুর জেলা প্রশাসকের এক্সিকিউটিভ ম্যাজিস্টেট এমাদুল হোসেন।পরে ঐ টিকেট কালোবাজারিকে সাধারণ ক্ষমা করে ছেড়ে দেওয়া হয়।

 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে, বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তার বাহিনীর দেওয়ানগঞ্জ থানার ইনস্পেকটর সিরাজুল ইসলাম বলেন, আমাদের উর্ধতন কর্মকর্তার নির্দেশে অভিযান চালানো হয়েছে, আমাদের এই অভিযান অব্যহত থাকবে।

সরজমিনে গিয়ে দেখা যায় ঈদ সহ বিভিন্ন ছুটিতে, সাধারণ যাত্রীদের জিম্মি করে রাখেন টিকেট কালোবাজারিরা, অনেক সময় দ্বিগুন বা তিন গুন বেশি দামে টিকিট বিক্রি করছে। তিস্তা ট্রেনের একটি টিকিট সে বিক্রী করেছে ১৬০০টাকা, অথচ সরকারের নির্ধারিত ভাড়া ২২৫টাকা। সাধারণ যাত্রীরা তাদের কাছে যেনো অসহায়, নির্মূল হোক টিকেট কালোবাজারি এমনটা প্রর্তাশা সাধারণ যাত্রীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর