মোঃ এনামুল হক
ইসলামপুর জামালপুর প্রতিনিধি :আজ ১৪ জুলাই বৃহস্পতিবার দুপুরে জামালপুরের ইসলামপুর রেলস্টেশন ট্রেনের টিকেট কালোবাজারি বন্ধে অভিযান পরিচালনা করেন, আর,এন,বি, (রেলওয়ে নিরাপত্তার বাহিনী) অভিযান চলাকালে মোর্শেদ নামে এক কালোবাজারিকে গ্রেফতার করে আইন-শৃঙ্খলা বাহিনী।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উক্ত কালোবাজারিকে জাতীয় ভোক্তা অধিকার ২০০৯এ আইনের ৪৫ ধারা অনুযায়ী, দুই হাজার টাকা জরিমানা করেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তানভীর আহমেদ রোমান। পরে ঐ টিকেট কালোবাজারিকে সাধারণ ক্ষমা করে ছেড়ে দেওয়া হয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে, বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তার বাহিনীর দেওয়ানগঞ্জ থানার ইন্সপেক্টর সিরাজুল ইসলাম বলেন, আমাদের উর্ধতন কর্মকর্তার নির্দেশে অভিযান চালানো হয়েছে, আমাদের এই অভিযান অব্যহত থাকবে।
সরজমিনে দেখা যায় ঈদ সহ বিভিন্ন ছুটিতে, সাধারণ যাত্রীদের জিম্মি করে রাখেন টিকেট কালোবাজারিরা, অনেক সময় দ্বিগুন বা তিন গুন বেশি দামে টিকিট বিক্রি করছে। সাধারণ যাত্রীরা তাদের কাছে যেনো অসহায়, নির্মূল হোক টিকেট কালোবাজারি এমনটা প্রত্যাশা সাধারণ যাত্রীদের।