বুধবার শেষ বিকেল থেকে উপজেলার ধানখালী ইউপির কলেজ বাজার, পাঁচজুনিয়া এবং চম্পাপুর ইউপির দেবপুর এলাকায় শতাধিক ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা পানিতে ডুবে যায়। এছাড়া একই অবস্থা হয়েছে লালুয়া ইউপির ১০টি গ্রাম এবং মহিপুর ইউপির নিজামপুর বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি প্রবেশ করে ফসিল জমি এবং ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনার।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, গত পূর্ণিমার জোঁ এর চাপে চম্পাপুর ইউপির দেবপুর বাঁধ ভেঙ্গে গেলে সেই থেকে নানা সমস্যায় পড়ে স্থানীয় জনগণ।
এছাড়া লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া, বুড়োজালিয়া, মুন্সিপাড়া, মঞ্জুপাড়া, নাওয়াপাড়া, চাড়িপাড়া, বানাতিপাড়া, পশুরবুনিয়া, হাসনাপাড়া, ছোট ৫নং সহ অন্তত ১০টি গ্রাম প্লাবিত হয়। লালুয়া ইউনিয়নের প্রায় ৬ কিলোমিটার অরক্ষিত সামুদ্রিক জলোচ্ছ্বাস নিয়ন্ত্রন বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে পড়ায় সেখানকার মানুষের মধ্যে চরম ভোগাস্তির সৃষ্টি হয়েছে। আমবস্যা ও পূর্ণিমার জোঁ তে বাড়ি-ঘর সহ ফসলি জমি তলিয়ে যায় দু বার।
ধানখালী ইউপির কলেজ বাজার এলাকার বাসিন্দা জয়নাল মৃধা জানান, গত পূর্ণিমার জোঁতে দেবপুর বাঁধ ভেঙ্গে গেলে জোয়ারের পানি প্রবেশ করে আমাদের বাড়িঘর সহ ফসলি জমি ক্ষতিগ্রস্থ হয়েছে।
ধানখালী ইউপি চেয়ারম্যান রিয়াজ উদ্দিন তালুকদার জানান, দেবপুর বাঁধ চম্পাপুর ইউপির অন্তর্ভুক্ত। আমি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ উর্ধতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছি।