শহীদ বকস রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি :
মৌলভীবাজারের রাজনগরে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২২ এর বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার (১৩ জুলাই) দুপুর ১২ টায় উপজেলা সদরের খান মঞ্জিলে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. এমদাদুল হক, রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরী, ইউপি সদস্য ছয়ফুল আলম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর প্রমুখ।
উপজেলা নির্বাচন কর্মকতা তার বক্তব্যে বলেন সংবিধান অনুযায়ী ভোটার তালিকা হালনাগাদ করতে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন হলে একটি সুন্দর পরিচ্ছন্ন ভোটার তালিকা হবে। গুরুত্ব সহকারে ভোটারের তথ্য সংগ্রহ করার অনুরোধ জানান তিনি।
উল্লেখ্য ০১ জানুয়ারী ২০০৭ বা তার পূর্বে যাদের জন্ম অথচ ভোটার তালিকা থেকে বাদ পড়ে গেছে, তাদেরকে পূনরায় তালিকা ভুক্ত করা হবে। এছাড়াও যে সমস্থ ভোটার ইতিমধ্যো মৃত্যুবরণ করেছেন তাদের নাম কর্তন করা হবে । আগামী ১৩ জুলাই হতে ২ আগষ্ট পর্যন্ত উপজেলার ৮টি ইউনিয়নের বাড়ি বাড়ি গিয়ে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের সম্পন্ন করার লক্ষ্যে নির্ধারিত ১৭ সুপারভাইজার এবং ৮৬ জন তথ্য সংগ্রহকারীদের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হবে। ১০ আগষ্ট হতে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে ছবি তোলা হবে । ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও ১৮ আগষ্ট জন্মষ্টমী উপলক্ষে কার্যক্রম বন্ধ থাকবে।