এসএম দেলোয়ার হোসেন জামালপুর প্রতিনিধঃ
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় চর আমখাওয়া ইউনিয়নের মিতালি বাজার থেকে সানন্দবাড়ি যাওয়ার পথে আজ মঙ্গলবার দুপুর ২ টার দিকে মটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাশেদুল ইসলাম (১৬) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে এবং মো স্বাধীন (১৮) নামে অপর একজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
জানাযায় নিহত রাশেদুল ইসলাম চর আমখাওয়া ইউনিয়নের বাউলপাড়া গ্রামের আবুল হাসেম এর ছেলে।
সে মিতালি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র ছিলো।
অপরদিকে,আহত স্বাধীন মিয়া একি গ্রামের হযরত আলির ছেলে।সে এসএসসি পরীক্ষার্থী।
আজ দুপুরে দু’জন মিলে মামার মটর সাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল।মিতালী বাজার থেকে সানন্দবাড়ি যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে এই দূর্ঘটনা ঘটে। সে সময় আহত স্বাধীন গাড়ি ড্রাইভিং করতেছিল,এবং নিহত রাশেদুল পিছনে বসে ছিল।
ঘটনা স্থান পরিদর্শন করেছেন চর আমখাওয়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব জিয়াউল হক।