নিজস্ব প্রতিবেদক :সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কামারখন্দ হাটের দুটি দোকানে অভিযান চালিয়ে ভিজিএফ’র ১ হাজার ৯৫০ কেজি চাল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অভিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মেরিনা সুলতানা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঈদুল আযহা উপলক্ষে অসহায় মানুষের জন্য বরাদ্দ দেয়া ভিজিএফ এর চাল বিতরন না করে ওই হাটের আল মাহমুদ এবং আব্দুল হান্নানের দোকানে রাখা হয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ওই হাটে অভিযান চালিয়ে আল মাহমুদের দোকান থেকে ১৭ বস্তা এবং হান্নানের দোকান থেকে ২২ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।