অনলাইন রিপোর্ট : বাংলা চলচ্চিত্র ও টিভি নাটকের এক সময়ের আলোচিত অভিনেত্রী শর্মিলী আহমেদ মারা গেছেন।
অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম জানান, ৭৫ বছর বয়সী শর্মিলী আহমেদ দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। বৃহস্পতিবার রাতে হাসপাতাল থেকে উত্তরার বাসায় নেওয়ার পর শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
শর্মিলী আহমেদের মৃত্যুর খবর জানিয়ে সংসদ সদস্য অভিনেত্রী সুবর্ণা মুস্তফা এক ফেইসবুক পোস্টে লিখেছেন, “আমাদের সময়ের অসাধারণ এক অভিনয় শিল্পী, আমার প্রিয় চাচী আজ সকালে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার আত্মার শান্তি কামনা করছি। তার প্রয়াণে গোটা নাট্যজগত তাদের প্রিয় ‘আম্মা’কে হারালেন।”
শর্মিলী আহমেদ বাংলা সিনেমা ও টেলিভিশনে অভিনয় করেছেন দীর্ঘদিন। আশি ও নব্বইয়ের দশকে তাকে এত বেশি সিনেমা আর নাটকে মায়ের চরিত্রে অভিনয় করেছেন যে তার ওই ভূমিকাই অনেক দর্শকের মনেই দাগ কেটে আছে।
তার বোন ওয়াহিদা মল্লিক জলি জানান, শর্মিলী আহমেদকে বনানীতে তার স্বামী রকিব উদ্দিন আহমেদের কবরে সমাহিত করা হবে।
শর্মিলী আহমেদের আনুষ্ঠানিক নাম মাজেদা মল্লিক। ১৯৪৭ সালের ৮ মে মুর্শিদাবাদের বেলুর চাকে তার জন্ম হয়। রাজশাহী পিএন গার্লস হাই স্কুল থেকে এসএসসি করে ১৯৬৪ সালে চলচ্চিত্রে তার ক্যারিয়ার শুরু হয়। সে সময় রাজশাহী বেতারেও তিনি কাজ করেছেন।
বাংলাদেশ টেলিভিশনের প্রথম ধারাবাহিক নাটক দম্পত্তিসহ বিভিন্ন নাটকে অভিনয় করে জনপ্রিয়তা পান শর্মিলী আহমেদ। সুভাষ দত্ত পরিচালিত আলিঙ্গন, আয়না ও অবশিষ্ট, আর্বিভাব সিনেমাতও তিনি কাজ করেছেন।
অভিনয় জীবনে মঞ্চ, টিভি ও সিনেমায় নানা চরিত্রে তাকে দেখা গেছে। তার অভিনীত চলচ্চিত্রের সংখ্যা প্রায় দেড়শ, নাটক করেছেন চারশর মত।
শর্মিলী আহমেদের স্বামী রকিব উদ্দিন আহমেদও একজন পরিচালক ছিলেন। তার নির্মিত পলাতক সিনেমায় অভিনয় করেছিলেন স্ত্রী শর্মিলী।
অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম জানান, শুক্রবার জুমার পর উত্তরায় জানাজা হবে শর্মিলী আহমেদের। আসরের পর বনানী কবরস্থানে আরেক দফা জানাজা শেষে সেখানেই তাকে সমাহিত করা হবে।