মোঃ এনামুল হক
ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি : সারাদেশের মতো জামালপুরেও গ্লোবাল টেলিভিশনের সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলা’র প্রতিবাদে জামালপুর দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে মানববন্ধন করেন, জেলার কর্মরত সাংবাদিক বৃন্দ।
২৩ জুন দুপুর ১২ টায় মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিকরা বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন গ্লোবাল টেলিভিশনের কয়েকজন সাংবাদিকদের উপর সন্ত্রাসী মুন্না বাহিনীর হামলার তিব্র নিন্দা জানান।এসময় জেলার বিভিন্ন মিডিয়াকর্মীরা বক্তব্য রাখেন।
বক্তব্যে বক্তরা বলেন,আজ সারাদেশে সাংবাদিকদের উপর হামলা, মামলা হচ্ছে, সাংবাদিকরা তাদের কাজ স্বাধীন ভাবে করতে পারছে না, এধরণের ন্যাক্কারজনক ঘটনা যেনো পুনরাবৃত্তি না ঘটে, এজন্য সন্ত্রাসী মুন্না সহ তার সন্ত্রাসী বাহিনীকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।