সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগে ১৭ মে থেকে ২২ জুন পর্যন্ত গত ছয়দিনের বন্যায় ডায়রিয়া, সর্প দংশন, পানিতে ডুবা ও আঘাতজনিত কারণসহ নানা রোগে ৪২ জনের মৃত্যু হয়েছে।
এরমধ্যে ময়মনসিংহ বিভাগে ১৮ জন, রংপুর বিভাগে তিনজন এবং সিলেট বিভাগে ২১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বন্যা কবলিত ২৭ জেলায় চোখের রোগ, সাপের কামড়, ডায়রিয়া, ও চর্মরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন বন্যাদুর্গত এলাকার তিন হাজার ৪০৩ জন।
বুধবার (২২ জুন) বিকেলে সারা দেশের বন্যা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।