মেহেদী হাসান নেত্রকোনা জেলা প্রতিনিধি :নেত্রকোনায় গত কয়েকদিনের টানা বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে মগড়া নদীর পানি বৃদ্ধি পেয়ে পৌর শহরের ৯টি ওয়ার্ডের বেশকিছু গ্রাম প্লাবিত হয়েছে। বাসাবাড়িতে পানি প্রবেশ করায় পানিবন্দি পৌরবাসী চরম দূর্বোগ পোহাচ্ছেন।
জানা গেছে, গত কয়েকদিনের অবিরাম বৃষ্টিপাতে পৌর শহরের সাতপাই, মইনপুর, পুকুরিয়া, নাগড়া, পালপাড়া, ইসলামপুর, ক্ষতিবনগুয়া, আনন্দবাজার, গাইনপাড়া, চল্লিশাপাড়াসহ ৯টি ওয়ার্ডের বেশকিছু গ্রামের বাসাবাড়িতে পানি প্রবেশ করেছে। পৌর শহরতলীর পাঁকা রাস্তাঘাট, কালভাটের ক্ষতিসহ আধুনিক সদর হাসপাতাল সড়কটির বেহাল দশার সৃষ্টি হয়েছে। এলাকায় পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার উন্নতি এবং বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্থ রাস্তা ও কালভার্টগুলো দ্রæত সংস্কারের জন্য এলাকাবাসী দাবী জানিয়েছেন।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী সোহেল খান বলেন, অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্থ পৌর শহরের প্রতিটি সড়ক সংস্কারের জন্য বিশেষ বরাদ্ধের প্রয়োজন। প্লাবিত এলাকায় ক্ষয়ক্ষতি নিরূপনের চেষ্টা চলছে।
প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন শেখ বলেন, অবিরাম বৃষ্টিপাতে রাস্তাঘাট, ড্রেন, কালভার্টগুলো পানিতে তলিয়ে গেছে। বিভিন্ন বাসাবাড়িতে পানি প্রবেশ করায় সাধারন মানুষকে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।
প্যানেল মেয়র-১ এস.এম মহসিন আলম বলেন, পৌর এলাকার চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের রাস্তাঘাট, কালভার্টসহ বিভিন্ন উন্নয়ন কাজ ক্ষতিগ্রস্থ হয়েছে। কয়েকদিনের টানাবর্ষনে বেশ কয়েকটি ওয়ার্ডের বাসাবাড়ি প্লাবিত হয়েছে।
পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম খান বলেন, পৌর শহরের ক্ষতিগ্রস্থ এলাকাগুলো পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্থ সড়কগুলো দ্রুত সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। দূর্যোগ মোকাবেলায় পৌরসভার মানবিক সহায়তা প্রদান চলমান রয়েছে।।