1. admin@dailydigantor.com : admin :
রপ্তানি বন্ধ হলে আম ছালা দু’ই যাবে; প্রধানমন্ত্রী - দৈনিক দিগন্তর
রবিবার, ০৪ জুন ২০২৩, ১০:৩০ পূর্বাহ্ন
রবিবার, ০৪ জুন ২০২৩, ১০:৩০ পূর্বাহ্ন

রপ্তানি বন্ধ হলে আম ছালা দু’ই যাবে; প্রধানমন্ত্রী

দৈনিক দিগন্তর ডেস্ক
  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ জুন, ২০২২

অনলাইন ডেস্ক | বেতনভাতা বাড়ানোর দাবিতে পোশাকশ্রমিকদের সাম্প্রতিক আন্দোলনে ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘জিনিসপত্রের দাম সামনে আরও কত বাড়বে তার ঠিক নাই। এ অবস্থায় কারও কথায় আন্দোলন করলে রপ্তানি বন্ধ হয়ে যাবে। রপ্তানি যদি বন্ধ হয়, তাহলে পোশাক কারখানা বন্ধ হয়ে যাবে। তখন আমও যাবে, ছালাও যাবে। বেতন আর বাড়বে না, তখন চাকরিই চলে যাবে। ঘরে ফিরে যেতে হবে। তখন কী করবে?

কারও কথায় প্ররোচিত হয়ে আন্দালন না করতেও পোশাকশ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন সরকার প্রধান।

ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে মঙ্গলবার আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন শেখ হাসিনা। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘পোশাকশ্রমিকদের আন্দোলনে যে নেতারা উসকানি দিচ্ছেন, তারা কাদের প্ররোচনায় দিচ্ছেন, তাও ভেবে দেখতে হবে। আমি খুব খোলাখুলি বাস্তব কথাটাই বললাম। কারণ যারা কিনবে, ক্রয় ক্ষমতাও নেই। ক্রয়ক্ষমতাও সীমিত হয়ে যাচ্ছে। দিনে দিনে আরও খারাপ হচ্ছে।’

‘আমরা আমেরিকা, ইউরোপসহ বিভিন্ন জায়গায় পাঠাই। প্রত্যেক জায়গায় জিনিসের দাম বেড়ে গেছে। সেখানে মানুষ দুরবস্থায় আছে, কত মানুষ না খেয়ে দিন কাটাচ্ছে। সেই তুলনায় বাংলাদেশে সকলের খাদ্য, টিকা, ওষুধসহ সবকিছু দিয়ে যেতে পারছি।

আন্দোলনের নামে অশান্ত পরিবেশ সৃষ্টির বিষয়ে সতর্ক করে প্রধানমন্ত্রী বলেন, ‘কেউ অশান্ত পরিবেশ সৃষ্টি করলে আমি বলব, শেষে এ কূল-ও কূল, দুই কূল হারাতে হবে। এটাও সবাইকে মনে রাখতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর