প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল শুক্রবার (৩ জুন) চলতি বছরের হজ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন ।
গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে হজ কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।
বৃহস্পতিবার (২ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
এতে জানানো হয়, প্রধানমন্ত্রী হজযাত্রীদের সঙ্গে মতবিনিময় করবেন।
ওইদিন সকাল ১০টায় রাজধানীর আশকোনার হজক্যাম্পে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী উপস্থিত থাকবেন বলেও এতে জানানো হয়।