আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটে ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণে হিন্দু আইন ও পূজা পদ্ধতি, খাদ্য পুষ্টি ও স্বাস্থ্যসেবা এবং ভূমি আইন, আইসিটি ও ডিজিটাল বাংলাদেশ বিষয়ে ৯দিন ব্যাপি জেলার ২৫জন পুরোহিতদের প্রশিক্ষণ কর্মসূচী, সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ ৩১মে (মঙ্গলবার) বিকেল ৩ টায় জয়পুরহাট সদর কেন্দ্রীয় বারোয়ারী মন্দির প্রাঙ্গনে ধর্মীয় ও আর্থ -সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্প (২ পর্যায়ে) হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, আঞ্চলিক কার্যালয় বগুড়ার আয়োজনে ৯দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মসূচি শেষে ২৫ জন পুরোহিতদের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে ধর্মীয় ও আর্থ -সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্প (২পর্যায়ে) জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) পলাশ চন্দ্র মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রকল্প পরিচালক, ধর্মীয় ও আর্থ -সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্প (২ পর্যায়ে) প্রফেসর শিখা চক্রবর্তী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুমন কুমার সাহা সাধারণ সম্পাদক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জয়পুরহাট জেলা শাখা, শ্যামল কুমার সাহা, সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ জয়পুরহাট জেলা শাখা।
উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্প (২ পর্যায়ে) জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) অপু চন্দ্র সরকার।
চৈতন্য চ্যাটার্জী
আক্কেলপুর, জয়পুরহাট