জয়পুরহাট (আক্কেলপুর)প্রতিনিধি ; ধর্ষণের অভিযোগে আব্দুল বারিক নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে আক্কেলপুর থানা পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়। আক্কেলপুর উপজেলার রাইকালী ইউনিয়নের মালিগ্রাম আকন্দপাড়া নিবাসি মৃত:কাশেম আকন্দের ছেলে আব্দুল বারিক (৪৮) মালিগ্রাম ফকিরপাড়া (১০ম) শ্রেনির এক ছাত্রীকে গত ৫ মাস আগে থেকে পড়াতেন।
পড়ানোর সুবাদে কৌশলে বারিক গত ২৬মে আনুমানিক সন্ধা (০৭) টার সময় ওই ছাত্রীকে মোবাইল ফোনে ডেকে মৃত আকবর হাজির বাঁশ ঝারে দিকে নিয়ে যায়।এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়, এসময় ভিকটিমের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে বারিক পালিয়ে যায়।
পরে ওই ছাত্রীর মা গতকাল (২৯মে) বিকালে আক্কেলপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন, মামলা দায়েরের পর আক্কেলপুর থানা পুলিশ বারিকে সন্ধ্যায় রাইকালী ছাগল হাঁটি এলাকা থেকে আটক করেন।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন ওই ছাত্রীকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং আব্দুল বারিককে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।
চৈতন্য চ্যাটর্জী
আক্কেলপুর, জয়পুরহাট।