নিজস্ব প্রতিনিধি :নরসিংদী রেলস্টেশনে তরুণীকে হেনস্তাকারী নারী, মার্জিয়া আক্তারকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
নরসিংদীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম দেলোয়ার হোসেন সোমবার (৩০ মে) সন্ধ্যায় তাকে রিমান্ডে পাঠান।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আসামিকে ৫ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক তাকে ৩ দিনের রিমান্ডে পাঠান।
মামলার তদন্ত কর্মকর্তা ভৈরব থানার উপপরিদর্শক হারুনুজ্জামান রুমেল বলেন, ‘র্যাব আসামি মার্জিয়া আক্তারকে বিকেলে ভৈরব রেলওয়ে পুলিশের কাছে দেয়। পরে তাকে আদালতে তোলা হয়।’
এর আগে শিবপুরে এক আত্মীয়ের বাসা থেকে রোববার রাতে তাকে গ্রেপ্তারের কথা জানায় র্যাব।