আবুল হাসান, নিজস্ব প্রতিবেদকঃ বরগুনায় রাইট টু গ্রো প্রকল্পের স্টেক হোল্ডার নেটওয়ার্কিং ও পারস্পারিক উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪ টায় বরগুনা ১ আসনের সংসদ সদস্যের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময়ে জাগো নারী আর টু জি প্রকল্পের মিসেস হামিদা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা ১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগো নারী প্রকল্পের প্রধান নিবার্হী হোসেন আরা হাসি।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আন্তর্জাতিক দাতা সংস্থা এসিএফ’র আর টু জি এর প্রোগ্রাম ম্যানেজার রফিকুল ইসলাম প্রমুখ।
এ সময় বরগুনা ১ আসনের সংসদ সদস্য বীরেন্দ্র দেবনাথ শম্ভু সহ অন্যান্য বক্তারা বলেন, শিশুদের অপুষ্টিকরত্বতা দূরীকরণে যে যার অবস্থানে থেকে একযোগে কাজ করলে সকল ধরনের সমস্যার সমাধান করা সম্ভব হবে। বক্তারা আর টু জি গ্রো প্রকল্পের পাশে থেকে সহযোগিতার আশ্বাস দিয়ে সকল সরকারি কর্মকর্তাদেরকে যে যার দায়িত্ব কে সঠিকভাবে পালন করার আহ্বান জানান।
জানা গেছে, এসিএফ (এ্যাকশন এগেনষ্ট হাঙ্গার) এর কারিগরি ও আর্থিক সহযোগিতায় জাগোনারী উপজেলার ৭ ইউনিয়নে রাইট টু গ্রো প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের লক্ষ ০-৫ বছর বয়সী বাচ্চাদের পুষ্টিসমৃদ্ধ হিসেবে গড়ে তোলা। এ প্রকল্পটি আগামী ২০২৫ সাল পর্যন্ত চলমান থাকবে।