1. admin@dailydigantor.com : admin :
হজ্ব পালনে প্যাকেজ প্রতি ৫৯ হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত - দৈনিক দিগন্তর
রবিবার, ০৪ জুন ২০২৩, ১০:১৩ পূর্বাহ্ন
রবিবার, ০৪ জুন ২০২৩, ১০:১৩ পূর্বাহ্ন

হজ্ব পালনে প্যাকেজ প্রতি ৫৯ হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত

দৈনিক দিগন্তর ডেস্ক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২

এবার হজ প্যাকেজ প্রতি ৫৯ হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক।

বৃহস্পতিবার (২৬ মে) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, প্যাকেজ ১-এর খরচ বেড়ে ৫ লাখ ৮৬ হাজার ৩৪০ টাকা, প্যাকেজ ২-এ পাঁচ লাখ ২১ হাজার ১৫০টাকা নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, অতিরিক্ত এই ৫৯ হাজার টাকা আগামী ৩০ মে -এর মধ্যে পরিশোধ করতে হবে। যার জন্য সকল তফসিলি ব্যাংক শনিবারও খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে বুধবার (১১ মে) সচিবালয়ে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহীর কমিটির সভায় হজ প্যাকেজ চূড়ান্ত করেছিলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। সে সময় সরকারিভাবে হজে যেতে প্যাকেজ-১ এ ৫ লাখ ২৭ হাজার ৩৪০ এবং প্যাকেজ-২ এ ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা খরচ ধরা হয়েছে। এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে একটি প্যাকেজে খরচ ধরা হয়েছে ৪ লাখ ৫৬ হাজার ৬৩০ টাকা।

উল্লেখ্য, সবশেষ ২০১৯ সালে বাংলাদেশ থেকে সৌদি আরবে গিয়েছিলেন হজযাত্রীরা। ২০২০ সালে প্যাকেজ ঘোষণা হলেও বাংলাদেশ থেকে কেউ হজে যেতে পারেননি। তখন হজ পালনে প্যাকেজ-১ এ ৪ লাখ ২৫ হাজার টাকা এবং প্যাকেজ-২ এ খরচ ধরা হয়েছিল ৩ লাখ ৬০ হাজার টাকা। প্যাকেজ-৩ এর খরচ ধরা হয়েছিল ৩ লাখ ১৫ হাজার টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর