1. admin@dailydigantor.com : admin :
ইউপি চেয়ারম্যান ব্যক্তিগত অফিসে ধর্ষিত হল কিশোরী : ধর্ষক গ্রেফতার - দৈনিক দিগন্তর
শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৪:২৮ পূর্বাহ্ন
শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৪:২৮ পূর্বাহ্ন

ইউপি চেয়ারম্যান ব্যক্তিগত অফিসে ধর্ষিত হল কিশোরী : ধর্ষক গ্রেফতার

দৈনিক দিগন্তর ডেস্ক
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২

নেত্রকোনা জেলা প্রতিনিধি : নেত্রকোণার খালিয়াজুরী উপজেলাধীন নগর ইউনিয়নে ১৪ বছরের কিশোরীকে নগর ইউনিয়নের চেয়ারম্যান দেবেশ তালুকদারের নিজস্ব অফিসে ধর্ষণের অভিযোগ উঠেছে।

বুধবার (২৫ মে) বিকেলে খালিয়াজুরী থানায় ধর্ষিতার বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। পরে ওইদিন বিকালে ধর্ষক লিটন সরকারকে আটক করা হয়।

গত ৫ মে রাত ৮টার দিকে উদয়পুর গ্রাম হইতে নয়াগাও বাজারস্থ দেবেস তালুকদারের নিজস্ব অফিস কক্ষে এই ঘটনাটি ঘটেছে।

ধর্ষিতা কিশোরী অত্র উপজেলার নগর ইউনিয়নের উদয়পুর গ্রামের অসহায় দিন মজুর হরিধন সরকারের মেয়ে।

মামলার বাদী হরিধন সরকার এজহারে উল্লেখ করেন, ধর্ষক লিটন সরকার (৪০) সুনামগঞ্জ জেলার জামালপুর উপজেলার বিষ্টপুর গ্রামের বাসিন্দা। সে খালিয়াজুরী উপজেলার বল্লভপুর গ্রামে শ্বশুড় বাড়ীতে থেকে ধান কাটার কাজ করত।

উদয়পুর গ্রামে ধান কাটার রেস ধরেই ধর্ষিতার সাথে পরিচয় এবং মোবাইলে কথা বার্তা চলত। মোবাইলে প্রায়শই তাকে বিয়ের প্রস্তাব দিত। এমনকি তাকে নিয়ে ঘর সংসার করবে বলে প্রতিশ্রুতি দিয়ে ৫ মে রাত আটটায় রিমাকে নিয়ে দেবেশের অফিসে নিয়ে যায়।

পরে তার ইচ্ছার বিরুদ্ধে জোড় পূর্ব্বক ধর্ষণ করে হৃদয় তালুকদার। পরে সে পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হয়ে গেলে নগর ইউনিয়নের চেয়ারম্যান দেবেশ তালুকদার সালিশের মাধ্যমে শেষ করে দিবে বলে আশ্বাস দেয়।

অত্র ইউনিয়নের উদয়পুর গ্রামের ইউপি সদস্য পল্টু সামন্ত ধর্ষিতা রিমাকে নিয়ে তার গ্রামের বাড়ীতে চলে যায়। কিন্তু ১৫ দিনেও মিলে না কোন বিচার সালিশ। বিচার সালিশ না পেয়ে ধর্ষিতা রিমার বাবা খালিয়াজুরী থানায় এজহার করেন। ধর্ষক লিটন সরকার নগর ইউনিয়ন চেয়ারম্যান দেবেশের আত্মীয় বলেও জানা যায়।

এ বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য পল্টু সামন্ত ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ধর্ষিতা রিমাকে চেয়ারম্যানের নির্দেশে আদমপুর থেকে নিয়ে আসি। ঘটনার বিষয়ে তিনি আরও বলেন রাতের বিষয়টি আমি সঠিক বলতে পারব না।

মামলার বাদী ধর্ষিতার বাবার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি চেয়ারম্যানের কাছে বিচার না পেয়ে থানার আশ্রয় নিয়েছি। আমি এই ঘটনার সুষ্টু বিচার চাই।’

ঘটনাটির বিষয়ে নগর ইউনিয়নের চেয়ারম্যান দেবেশ তালুকদারের কাছে মুটোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমার অফিস আদমপুর। তবে বাজারের যে রুম আছে তা বিট পুলিশিং এর কার্যক্রমের জন্য রাখা। তাতে কে বা কারা মিথ্যা পরিচয় দিয়ে জগন্য ঘটনা ঘটিয়েছে তা আমার বোধগম্য নয়। সালিশের জন্য সময় ক্ষেপন বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের ঘটনার বিচারতো আমার করা সম্ভব নয়। তাই অপরাধী যেই হোক তদন্ত সাপেক্ষে তার বিচার দাবী করছি। অপরাধী আপনার আত্মীয় এ বিষয়ে তিনি তা অস্বীকার করেন।’

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুজিবুর রহমান বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। ঘটনার প্রেক্ষিতে ৯(১)২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০২০ ধর্ষণ করার অপরাধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে ধর্ষককে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর