1. admin@dailydigantor.com : admin :
দিনের ভোট দিনেই হবে: সিইসি - দৈনিক দিগন্তর
রবিবার, ০৪ জুন ২০২৩, ১০:৫৭ পূর্বাহ্ন
রবিবার, ০৪ জুন ২০২৩, ১০:৫৭ পূর্বাহ্ন

দিনের ভোট দিনেই হবে: সিইসি

দৈনিক দিগন্তর ডেস্ক
  • আপডেট সময় : বুধবার, ২৫ মে, ২০২২

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জানিয়েছেন, ইভিএম ব্যবহারের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। এছাড়াও দিনের ভোট দিনেই হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৪ মে) সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনে ইভিএমের ব্যবহার নিয়ে বেশ কয়েকটি আলোচনা সভায় কথা হয়েছে। তবে, ইভিএমে এখনও আস্থা আসেনি। প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, দিনের ভোট দিনেই হবে। নির্বাচনকে প্রহসনে রূপ দেয়ার ইচ্ছে নেই।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, ইভিএম নিয়ে কোনোরকম সিদ্ধান্তে উপনীত হইনি। কোনোরকম চাপের মুখে মাথা নত করছি না, করবো না। ইভিএম নিয়ে ৪ থেকে ৫টি মিটিং করেছি। পুরোপুরি আস্থা পাইনি এখনও।

ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে ত্রুটি পেলে ১০ মিলিয়ন ডলার উপহার দেয়ার তথ্য ভুল বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেছেন, সিইসি কিংবা ইসি সংশ্লিষ্ট কারও পক্ষ থেকেই এমন কথা বলা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর