নরসিংদীর বেলাব উপজেলায় নিজ ঘর থেকে দুই সন্তানসহ মায়ের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। উপজেলার পাটুলী ইউনিয়নের বাবলা গ্রামে রোববার (২১ মে) সকাল ৮টার দিকে তাদের মরদেহ পড়ে থাকার খবর পাওয়া যায়। নিহতরা হলেন, রাহিমা বেগম (৩৬) এবং তার ১২ বছর বয়সী ছেলে রাব্বি শেখ ও সাত বছর বয়সী মেয়ে রাকিবা শেখ।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্ত করে পরে জানানো হবে।
স্থানীয়রা জানান, সকালে বেলাব উপজেলায় ওই বাড়িতে দুই সন্তানসহ মায়ের গলাকাটা মরদেহ দেখতে পান তারা। এরপরই পুলিশে খবর দেওয়া হয়। তবে এ সময় ওই বাড়িতে রাহিমার স্বামী গিয়াস উদ্দিন শেখ ছিলেন না।