শহীদ বকস : মৌলভীবাজারের রাজনগরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৭ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ মে) বিকাল ৪টায় উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সংখ্যক দর্শকদের উপস্থিতিতে রাজনগর পোর্টিয়াস উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
খেলা শেষে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাবলু সূত্রধর এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য নেছার আহমদ৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান, রাজনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান খান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন বখত। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম খান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: নজরুল ইসলাম খান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী খান, ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নকুল চন্দ্র দাস, উত্তরভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিগেন্দ্র কুমার সরকার (চঞ্চল) মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাহেল হোসেন, পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম (ছানা), রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জুবায়ের আহমেদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমেদ তায়েফ, সাবেক ছাত্রনেতা জহিরুল ইসলাম মুহিব, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সজল কুমার চক্রবর্তী, মনসুরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরজান আহমদ, জেলা জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি কায়েস আহমেদ, উপজেলা যুবলীগের সভাপতি ময়নুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ফৌজি, উপজেলা ছাত্র লীগের সভাপতি রুবেল আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল্লা আল সাম্মু প্রমুখ ।
বঙ্গবন্ধু অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্ণামেন্টটি নকআউট পদ্ধতিতে উপজেলার আটটি ইউনিয়ন থেকে আটটি দল অংশ নিয়েছিলেন। উত্তরভাগ ইউনিয়ন বনাম ফতেহপুর ইউনিয়নের মধ্যেকার ফাইনাল গেলা অনুষ্ঠিত হয়৷ খেলায় ট্রাইফিকারের মাধ্যমে ফতেপুর ইউনিয়ন দল ৩-২ গোলে উত্তরভাগ ইউনিয়ন দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পরে রানারআপ ও চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়া টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড়দের পুরষ্কৃত করা হয়।
ফাইনাল খেলা সমাপনী অনুষ্ঠানের বক্তব্যে মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিলন বখত বলেন, বৃষ্টি-বাদলকে উপেক্ষা করে বঙ্গবন্ধু অনুর্ধ্ব-১৭ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের রাজনগর উপজেলার ৮টি ইউনিয়নের ফুটবল দলের প্রতিভাবান খেলোয়াড়রা যে সুন্দর খেলা আমাদেরকে উপহার দিয়েছেন এর ধারাবাহিকতা বজায় রাখলে খেলাধুলার মাধ্যমে সোনার বাংলাদেশ গড়া তুলা সম্ভব। রাজনগরের খেলাধূলাকে এগিয়ে নেয়ার লক্ষ্যে সরকারি ভাবে মিনি স্টেডিয়ামের কাজ এগিয়ে চলছে। সামনে রাজনগরের ফুটবলসহ অন্যান্য খেলাধূলা আরো অনেকদূর এগিয়ে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।