শহীদ বকস রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি :
মৌলভীবাজারের রাজনগরে দূরারোগ্য রোগে আক্রান্ত ৪২ রোগীর মাঝে সমাজ সেবা অধিদফতরের ২১ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ মে) দুপুর ১২ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে সুবিধাভোগীদের হাতে চেক তুলে দেয়া হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তীর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-০৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম খানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান খাঁন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলাল মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনসুরনগর ইউনিয়নের চেয়ারম্যান মিলন বখত, রাজনগর থানার পরিদর্শক তদন্ত রতন দেবনাথ, রাজনগর ইউনিয়নের চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরী, পাঁচগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ছানা, ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান নকুল চন্দ দাশ, উত্তরভাগ ইউনিয়নের চেয়ারম্যান দিগেন্দ্র সরকার চঞ্চল, মুন্সীবাজার ইউনিয়নের চেয়ারম্যান রাহেল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ প্রমুখ।
সমাজসেবা কার্যালয় সূত্র জানায়, সমাজসেবা অধিদফতরের আওতাধীন বিভিন্ন কর্মসূচির অংশহিসেবে অসহায় রোগীদের মাঝে অনুদান প্রদান করা হয়। এর মধ্যে দূরারোগ্য ব্যাধি ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের সরকারের এ সহযোগিতা দেয়া হয়।
আর্থিক সহায়তা কর্মসূচির অধীনে এবার ৪২ জনের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ২১ লাখ টাকা অনুদানের চেক বিতরণ করা হয়েছে।