1. admin@dailydigantor.com : admin :
দেওয়ানগঞ্জে পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ কর্মশালা এবং নগদ অর্থ প্রদান - দৈনিক দিগন্তর
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৩:৩১ অপরাহ্ন
বৃহস্পতিবার, ০১ জুন ২০২৩, ০৩:৩১ অপরাহ্ন

দেওয়ানগঞ্জে পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ কর্মশালা এবং নগদ অর্থ প্রদান

দৈনিক দিগন্তর ডেস্ক
  • আপডেট সময় : বুধবার, ১৮ মে, ২০২২

এস এম দেলোয়ার হোসেন : জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা সরকারি গ্রন্থাগার হলরুমে পাট অধিদপ্তর কর্তিক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ কর্মশালা ও নগদ অর্থ প্রদান অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৮ মে) সকাল ১১ টার দিকে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর তালুকদার, দেওয়ানগঞ্জ উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রিফাত হোসেন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটার চোহানসহ আরও অনেকে।
এ সময় বক্তারা বলেন, পাট দেশের জন্যে অনেক উন্নত একটি পণ্য। শুনেছি পাটপণ্য দিয়ে পলিথিনের মত ব্যাগ তৈরি করা যায়। পলিথিন দ্বারা আমাদের মাটি এবং পরিবেশ দুটিই ক্ষতিগ্রস্ত হয়। যদি আমরা বেশি বেশি পাট পণ্য ব্যবহার করি তবে পরিবেশ নষ্টের হাত থেকে বাঁচানো সম্ভব।
এ সময় অনুষ্ঠানে ১৫০ জন পাট চাষীদের মাঝে পাটের ব্যাগ ও নগদ অর্থ প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর