শহীদ বকস রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগরে গাছ ভেঙ্গে পড়ে দুই নারী চা শ্রমিকের মৃত্যু হয়েছে এ ঘটনায় আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরও ১০ জন চা শ্রমিক।
শনিবার (১৪ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার টেংরা ইউনিয়নের মাথিউড়া চা-বাগানের গাড়িতে বাগানের অফিস থেকে বাগানের ২নং ডিভিশনে চা পাতা তুলতে যাওয়ার পথে ২৪ নম্বর এলাকা অতিক্রম করার পর গাছ ভেঙ্গে পড়ে ১২ জন চা শ্রমিক আহত হোন ।
আহতদের চিকৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা (সদর) হাসপাতালে ভর্তি করা হয় এবং ৫ জনের অবস্থা আশংকা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বেলা ১২টার দিকে শান্তি শীল (৫৫) নামে এক শ্রমিক ও রাত ৮ টার দিকে ময়না রাজভর (৪৮) নামক আরেক নারী শ্রমিক এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান এবং আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরও ১০ জন। আহতদের মধ্যে লক্ষী গৌড় (২৫), চন্দ্রাবতী রাজভর (৪৫), কৃষ্ণা রাজভর (৩২) সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ও ফুলমতি গৌড় (৩৮), গঙ্গাজলি (৫০), রামদুলারি রাজভর (৪২), দ্রুপদী রাজভর (৪৮), গীতা রাজভর (৫৫), লক্ষীচরণ রবিদাশকে (৩৭), লাটিয়া রাজভর (৪৮) মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাথিউড়া চা-বাগানের ১নং ডিভিশন থেকে সকাল সাড়ে ৯টার দিকে বাগানের ২নং ডিভিশনের ৮২নং সেকশনে চা পাতা তুলতে গাড়িতে করে শ্রমিকদের নিয়ে যাওয়া হচ্ছিল। কুলাউড়া-মৌলভীবাজার সড়কের ২৪ নম্বর এলাকা অতিক্রম করার পর গাড়ির উপর একটি গাছ ভেঙ্গে পড়ে। এসময় গাড়িতে থাকা ১২ চা শ্রমিক গুরুতর আহত হন।
মাথিউড়া চা বাগানের পঞ্চায়েত সভাপতি সুগ্রিম গৌড় জানান, সকালে চা পাতা তুলতে শ্রমিকদের নিয়ে যাওয়ার সময় একটি গাছ গাড়িতে পরে ১২ জন শ্রমিক আহত হন। পরে দুইজন শ্রমিক মারা যান। ১০ জন চিকিৎসাধীন আছেন।
এ বিষয়ে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন আমিসহ থানার পুলিশ সদস্যরা এখনও ঘটনাস্থলে আছি। এ পর্যন্ত দুইজন শ্রমিক মারা গেছে আমরা আইনি পদক্ষেপ নিচ্ছি।