1. admin@dailydigantor.com : admin :
রাজনগরে বজ্রপাতে নিহত ১ আহত ১ - দৈনিক দিগন্তর
শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৪:২৩ পূর্বাহ্ন
শুক্রবার, ০৯ জুন ২০২৩, ০৪:২৩ পূর্বাহ্ন

রাজনগরে বজ্রপাতে নিহত ১ আহত ১

দৈনিক দিগন্তর ডেস্ক
  • আপডেট সময় : বুধবার, ১১ মে, ২০২২

 

শহীদ বকস।। রাজনগর প্রতিনিধি।।  মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের চালবন গ্রামে বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন এসময় আহত হয়েছেন ১ জন। বুধবার (১১ মে) বেলা ১ টার দিকে চালবন গ্রামের ধানি জমিতে বজ্রপাতের এ ঘটনা ঘটে এসময় ছাদ্দেক মিয়া নামক একজন নিহত হোন এবং আবাস আলী নামক ১ জন আহত হোন। নিহত ছাদ্দেক মিয়া (৬৫) উপজেলার ফতেপুর ইউনিয়নের চালবন গ্রামের মৃত সিকান্দর মিয়া ছেলে এবং আহত আবাস আলী মুন্সিবাজার ইউনিয়নের খরিদপুর গ্রামের আছকির মিয়ার ছেলে। তারা ধানি জমিতে ধান কাটছিলেন। প্রত্যক্ষদর্শী বাগেরবাড়ী গ্রামের লয়লুছ মিয়া বলেন, আমরা কয়জন মিলে বৃষ্টি উপেক্ষা করে জীবিকার তাগিদে জমিতে ধান কাটছিলাম। বেলা প্রায় ১টার দিকে হঠাৎ আকাশে জোড়ালে মেঘের শব্দ হয় এবং আমাদের পাশের ধানি জমিতে বজ্রপাত হয়। পাশের জমিতে ধান কাটছিলেন নিহত কৃষক ছাদ্দেক মিয়া, ছেলে কামাল মিয়া ও মুন্সিবাজার ইউনিয়নের খরিদপুর গ্রামের আবাস আলী। এসময় ঘটনাস্থলেই ছাদ্দেক মিয়া মৃত্যু বরণ করেন এবং খরিদপুর গ্রামের আবাস আলী আহত হোন। আহত আবাস আলীকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. শামীমা আক্তারের সাথে কথা হলে তিনি বলেন আবাস আলী নামক একজন বজ্রপাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এবং আতহ আহত আবাস আলী জানান এ সময় বজ্রপাতে উনার শ্বশুড় ঘটনাস্থলেই মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর