নিজস্ব প্রতিবেদক।।জামালপুর দেওয়ানগঞ্জে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে দেওয়ানগঞ্জ থানার পাশে আওয়ামী লীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মামুনুর রশিদ মামুনের সঞ্চালনায় উপজেলা যুবলীগের আহবায়ক সাদ্দাম হোসেন জাহেদীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শফিউল হক মান্না, দেওয়ানগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হারুনুর রশিদ হারুন, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, জেলা যুবলীগের সহ-সভাপতি এরশাদ হোসেন সোহেল, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট রাশেদুর ইসলাম খোকন,জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান সরকার মাসুম, উপজেলা আওয়ামী লীগ ও সহকারি সংগঠনের নেতাকর্মী সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা সংগঠনকে শক্তিশালী করার জন্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম এর শুভ উদ্বোধন করেন।