খুলনা জেলা প্রতিনিধি।।খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন পাবলা কেশব লাল রোডের শাজাহান শেখ (গুরুর) বাড়ির ভাড়াটিয়া গৃহবধুর ধর্ষণ এজাহার ভুক্ত আসামিসহ জড়িত মামলার সকল আসামিদের গ্রেফতার করে শান্তির দাবিতে পাবলা কেশবলাল রোড এলাকা বাসীর পক্ষ থেকে যুবসমাজ বৃহষ্পতিবার সকাল সাড়ে দশটায় নতুন রাস্তা মোড় এলাকায় (যশোর খুলনা মহাসড়কে) প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি পালন করে।মানববন্ধনে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় ট্যাংলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি মীর মোকসেদ আলী।উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন দৌলতপুর থানাধীন ৬ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শামসুদ্দীন আহমেদ প্রিন্স।সভা পরিচালনায় ছিলেন খুলনা বিভাগীয় ট্যাংলরি শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মোঃ আলী আজিম।
গৃহবধুর ধর্ষণ এজাহার ভুক্ত আসামিসহ জড়িত মামলার সকল আসামিদের গ্রেফতার পূর্বক শান্তির দাবিতে এ সময় বক্তব্য রাখেন শেখ নুর ইসলাম, মোঃ এনাম মুন্সী, মোঃ মিজানুর রহমান, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি শেখ কওছার আলী, খন্দকার কামরুল,গোলাম রসূল, মীর আলী শেখ, মোবারেক তালুকদার,আব্দুল বারেক খান,ইউনুস খালাসি,আবুল কালাম, হাবিবুর রহমান বাবু, আব্দুর রউফ, আব্বাস উদ্দিন বাবলু, মিলন মল্লিক,মোঃ জাকির হোসেন সহ গণ্যমান্য ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।বক্তারা কেশব লাল রোডে (গুরুর) বাড়ির ভাড়াটিয়া অসহায় গৃহবধূর গণধর্ষণ মামলার এজাহার ভুক্ত আসামি সহ সকল দোষীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবী জানান।
উক্ত মানববন্ধনে সংহতি প্রকাশ করেছেন আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্রের নির্বাহী পরিচালক শাহবাজ জামান এবং জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মনজুর হোসেন ইশা।তারা অবিলম্বে দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছেন।