1. admin@dailydigantor.com : admin :
ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিশুসহ নিহত ১৩ – দৈনিক দিগন্তর
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১১:০০ পূর্বাহ্ন
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১১:০০ পূর্বাহ্ন

ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিশুসহ নিহত ১৩

দৈনিক দিগন্তর ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২২ জুলাই, ২০২৩

 

জেলা প্রতিনিধি।।ঝালকাঠি সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে পড়ে শিশুসহ ১৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এসময় আহত হয়েছেন অনেকে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঝালকাঠির সিভিল সার্জন ড. জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (২২ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, ঝালকাঠির উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটি ছত্রকান্দা এলাকায় আসার পর একটি অটোরিকশাকে পাশ কাটাতে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি উল্টে সড়কের পাশে থাকা একটি পুকুরে পড়ে যায়।

খবর পেয়ে স্থানীয় লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। এখন পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে ২০ জনকে। ভেতরে আরও কেউ আছে কি না তা দেখতে এখনো তল্লাশি চালানো হচ্ছে।

বাসটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন তা জানা যায়নি। ক্রেন দিয়ে গাড়িটি তোলার চেষ্টা করছে পুলিশ।

ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত বলেন, নিখোঁজদের উদ্ধারে তল্লাশি চালানো হচ্ছে।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা