ডুমুরিয়া(খুলনা)প্রতিনিধি।।খুলনা জেলার ডুমুরিয়ার শোভনা বিরাজময়ী মাধ্যমিক বিদ্যালয়ে আয়া এবং অফিস সহায়ক দু’টি পদে নিয়োগে ১৯ লক্ষ টাকা অর্থ বাণিজ্যের অভিযোগে বিক্ষুব্ধ এলাকাবাসীর প্রতিবাদের মুখে অবশেষে নিয়োগ পরিক্ষা স্থগিত করেছেন সংশ্লিষ্ট নিয়োগ কমিটি।নির্ধারিত ধার্যদিন মঙ্গলবার বিকেলে নিজ বিদ্যালয়ে এ পরিক্ষা সমপন্ন’র জন্য আয়োজন করে বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও সংশ্লিষ্ট কতৃপক্ষ। কিন্তু দুটি পদের জন্য দুই জন প্রার্থীর কাছ থেকে সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে ১৯ লাখ টাকার ঘুষ নেয়ার অভিযোগ ওঠে। গত ৯ অক্টোবর খুলনা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হয়।পরদিন এবিষয়ে বিভিন্ন পত্রিকাসহ অনলাইন পোর্টালে নিয়োগ বানিজ্যের অভিযোগ সংবাদ প্রকাশ হলে বিষয়টি নজরে আসে সংশ্লিষ্ট কতৃপক্ষসহ সর্ব মহলে।এদিকে বিকেলে পরিক্ষা সমপন্ন করতে গঠিত নিয়োগ বোর্ডের ডিজি প্রতিনিধি শিক্ষক ফারুক হোসেন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস বিদ্যালয় প্রঙ্গনে প্রবেশ করা মাত্র এলাকার লোকজন ও বিদ্যালয় অধ্যায়নরত শিক্ষার্থীরা ঘুষ বানিজ্যের মাধ্যমে নিয়োগ স্থগিত রাখতে মুহ মুহ মিছিল সহকারে সড়ক প্রদক্ষিণসহ প্রতিবাদ করে।
এমন পরিস্থিতে নিয়োগ কমিটি কতৃক অনিবার্য কারণ বশত পরিক্ষা স্থগিত রাখার ঘোষণা দিয়ে ঘটনা স্থল ত্যাগ করেন। প্রসংগতঃ বিরাজময়ী মাধ্যমিক বিদ্যলয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ সরকার এবং পরিচালনা পর্ষদের সভাপতি সুভাষ চন্দ্র শীল আয়া পদে চাকুরির নিশ্চয়তা দিয়ে প্রার্থী তমা রানী মলিকের কাছ থেকে নগদ নয় লক্ষ টাকা এবং সহায়াক পদে সাগর মন্ডলের কাছ থেকে নগদ দশ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ ওঠে। অনিয়মের অভিযোগে উক্ত পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। নিয়োগ পরিক্ষা স্থগিতের বিষয়টি মুঠোফোনের মাধ্যমে নিশ্চিত করেছেন প্রধান শিক্ষক রবিন্দ্রনাথ সরকার।।