1. admin@dailydigantor.com : admin :
হামাস ঠেকাতে ইসরাইলে জরুরি ঐক্যের সরকার গঠনে একমত – দৈনিক দিগন্তর
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৬ অপরাহ্ন
রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৬ অপরাহ্ন

হামাস ঠেকাতে ইসরাইলে জরুরি ঐক্যের সরকার গঠনে একমত

দৈনিক দিগন্তর ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

 

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধে জয় পেতে জরুরি ঐক্যের সরকার গঠনে একমত হয়েছে ইসরাইলের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং বিরোধী নেতা বেন গাজি।

বুধবার (১১ অক্টোবর) এক যৌথ বিবৃতিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, জাতীয় ঐক্যের সরকার হামাসের বিরুদ্ধে যুদ্ধ ব্যতিত অন্য কোন নীতি নির্ধারণ করবে না।

এর আগে হামাসের সঙ্গে চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে দেশটিতে জাতীয় ঐক্যের সরকার গঠনের দাবি তুলেছেন দেশটির অর্থনীতি ও শিল্পমন্ত্রী নির বারকাত। বারকাত বলেছেন, ইসরাইল এ মুহূর্তে যুদ্ধে রয়েছে এবং একটি জাতীয় ঐক্য সরকার গঠনের উপযুক্ত সময় এটি।

তিনি আরও বলেন, সমাজের সকল অংশের যোদ্ধারা ইসরাইল রাষ্ট্রের জন্য যুদ্ধ করতে যাচ্ছে এবং আমাদের অবশ্যই তাদের সমর্থন করতে হবে। সেজন্য একটি জাতীয় ঐক্য সরকার দরকার, যারা সমগ্র জনগণের প্রতিনিধিত্ব করবে। আমাদের আজ ঐক্য সরকার প্রতিষ্ঠা করতে হবে এবং একসঙ্গে যুদ্ধে জয়ী হতে হবে।

গত শনিবার ভোরে ইসরাইলের অভ্যন্তরে হামলা চালায় হামাস। দীর্ঘ বছরের দমন-পীড়ন, গণহত্যা, অবৈধ বসতি স্থাপন, সাম্প্রত বসতি স্থাপনকারীদের হামলাসহ নানা শোষণ-বঞ্চনার প্রতিবাদে ওই হামলা চালানো হয় বলে দাবি করেছে প্রতিরোধ সংগঠনটি।

হামাসের হামলার পর পালটা জবাব দেওয়া শুরু করে ইসরাইলি বাহিনী। উভয়পক্ষের সংঘাত পঞ্চম দিনে পা দিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো খবর দিয়েছে, দুই পক্ষের মধ্যকার সংঘাতে এ পর্যন্ত ২ হাজার ২৫৫ জন মানুষ প্রাণ হারিয়েছে। এর মধ্যে ইসরাইলের ১২০০ এবং ফিলিস্তিনের ১০৫৫ জন।

ইসরাইলের ব্যাপক বিমান হামলায় লক্ষাধিক ফিলিস্তিনি উদ্বাস্তুতে পরিণত হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা এখন এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা