1. admin@dailydigantor.com : admin :
সমাজ বদলের অঙ্গিকার নিয়ে কাজ করছে সরকার: হুইপ স্বপন – দৈনিক দিগন্তর
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ১০:৪৫ অপরাহ্ন
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ১০:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :

সমাজ বদলের অঙ্গিকার নিয়ে কাজ করছে সরকার: হুইপ স্বপন

দৈনিক দিগন্তর ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩

 

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি।।আক্কেলপুর পৌরসভার উন্নয়ন কাজ এবং শেখ রাসেল শিশুপার্ক নির্মাণের জন্য একনেকে প্রায় ৩২ কোটি টাকার প্রকল্প অনুমোদন হয়েছে।আধুনিক আক্কেলপুর গড়ার দৃঢ় প্রত্যয় রয়েছে। বাংলাদেশকে উন্নত দেশ উপহার দেওয়া হবে। বেকারত্ব দূরীকরণ দারিদ্র্য বিমোচন ও সমাজ বদলের অঙ্গিকার নিয়ে সরকার কাজ করছেন। যা আগামী চার বছরের মধ্যে বাস্তবায়নের পরিকল্পনা আছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) জয়পুরহাটের আক্কেলপুরে পৌর মেয়র মোঃ শহীদুল আলম চৌধুরীর সভাপতিত্বে পৌরসভার আয়োজনে আক্কেলপুর সরকারি ফজর উদ্দীন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিকেল চারটায় পৌরসভার উন্নয়ন কাজ এবং শেখ রাসেল শিশু পার্ক নির্মাণের জন্য একনেকে প্রকল্প সদয় অনুমোদন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন এবং পৌর এলাকার অধিকতর উন্নয়ন, নাগরিক সেবায় মান বৃদ্ধি ও দারিদ্র্য দূরীকরণ বিষয়ক গণ-সংলাপে প্রধান অতিথি জয়পুরহাট-০২ (আক্কেলপুর, কালাই, ক্ষেতলাল ) আসনের জাতীয় সংসদ সদস্য, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি উপরোক্ত কথাগুলো বলেন।

হুইপ স্বপন বলেন,বাংলাদেশে কোন দিন আর কেউ অসাংবিধানিক পন্থায় ক্ষমতায় আসতে পারবে না। অসাংবিধানিক ভাবে কেউ ক্ষমতায় আসতে চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন, জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোকছেদ আলী মাস্টার, আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম আকন্দ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মোকছেদ আলী, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাদেকুর রহমান সাদেক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মজিবর রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি এনায়েতুর রহমান আকন্দ স্বপন প্রমুখ।

গণ-সংলাপ অনুষ্ঠানে ৯টি ওয়ার্ডের নারী ও পুরুষ অংশ গ্রহন করেন। সেখানে উন্মুক্ত ভাবে পাড়া মহল্লার বিভিন্ন সমস্যার চিত্র তুলে ধরেন এবং সেখানে ড্রেন, ডাষ্টবিন, মহল্লায় প্রবেশের রাস্তার কথা উল্লেখ করা হয়েছে। হুইপ স্বপন মেয়রকে উদ্দেশে করে বলেন, প্রতিটি ওয়ার্ডে গিয়ে সমস্যার খোঁজ নিয়ে সমাধান করার জন্য এবং তা নতুন প্রকল্পের অর্থ দিয়ে করা সম্ভব।

Facebook Comments Box
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও সংবাদ

ফেসবুকে আমরা